হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, ১৬ ঘণ্টা পরও হয়নি মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে গুলি করে যুবলীগের আহ্বায়ককে খুনের ঘটনায় এখনো (১৬ ঘণ্টা) মামলা হয়নি। তবে খুনিদের খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

আজ সোমবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুঁইয়া।

এদিকে প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহের সামনে মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন জামাল। এ সময় বোরকা পরিহিত তিন ব্যক্তি এসে তাঁর সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করেন। একজন বোরকার নিচ থেকে পিস্তল বের করেন। জামাল বুঝতে পেরে দৌড় দেওয়ার সময় বাকি দুজন তাঁদের হাতে থাকা পিস্তল দিয়ে জামালকে তিনটি গুলি করেন।

এদিকে একটি গুলি কপালে, আরেকটি বুকে বিদ্ধ হয়। এ সময় জামাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্বজনেরা নিশ্চিত হওয়ার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত জামাল কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ব্যবসার সুবাদে দাউদকান্দির গৌরীপুর বাজারে থাকতেন।

রোববার রাতে গুলি করে হত্যার ঘটনায় এখনো কেন মামলা হয়নি সে বিষয়ে দাউদকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুইয়া জানান, স্বজনেরা জামালের মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল যায়। সেখানে জামালের ময়নাতদন্ত হয়েছে। এখনো জামালের স্বজনেরা বাড়ি আসেনি। ফলে মামলা করা সম্ভব হয়নি। সন্ধ্যা নাগাদ পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হতে পারে।

পরিবারের সূত্রে জানা গেছে, জামালের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ভাই সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছিলেন। তিনি আজ বিকেলে দেশে ফিরবেন। পরে মরদেহ কুমিল্লায় নিয়ে দাফন করবেন।

এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০