হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা মেডিকেলের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু

 কুমিল্লা প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সার্জারি বিভাগে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া রোগীর নাম ওসমান গনি (৪৫)। তিনি আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকার বাসিন্দা।

ওসমানের স্ত্রী কোহিনুর বেগম জানান, হাতের একটি অস্ত্রোপচারের জন্য ওসমান এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ওয়ার্ডে জায়গা না পাওয়ায় তাঁকে বারান্দায় শয্যা দেওয়া হয়েছিল। শয্যাটি ছিল অরক্ষিত দেয়ালের পাশে। ফলে রাতে ঘুম থেকে উঠে ওসমান নিচে পড়ে মারা যান। কোহিনুর বলেন, ‘আমরা এখানে স্বামীর চিকিৎসা নিতে এসে লাশ নিয়ে বাড়ি ফিরেছি।’

ঘটনার সময় দায়িত্বরত ওয়ার্ড মাস্টার মো. বিল্লাল হোসেন বলেন, ‘৫০০ শয্যার এ হাসপাতালে ১ হাজার ৩০০ রোগী রয়েছে। ফলে অনেক রোগীকে বারান্দায় থাকতে হয়। শুক্রবার রাতে বারান্দায় থাকা এক রোগী ঘুম থেকে উঠে মাথা ঘুরে নিচে পড়ে যান। আমরা খবর পেয়ে দৌড়ে গিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কিছুক্ষণ পর তিনি মারা যান। পরে মরদেহ স্বজনেরা নিয়ে যান।’

এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্বজনেরা লাশ বাড়ি নিয়ে গেছেন। নিহতের ঘটনায় তাঁর স্বজনেরা এখনো কোনো অভিযোগ করেননি।

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা