কুমিল্লায় হোমনায় তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা ও প্রশিক্ষিত টেকনিশিয়ান ব্যতীত ল্যাব পরিচালনা করায় এ জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান উপজেলার দুলালপুর বাজার ও রামকৃষ্ণপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এতে দুলালপুর বাজারের দুলালপুর ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, সাগর মেডিকেল হল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও রামকৃষ্ণপুর বাজারের হলি লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছে এমন সংবাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পেয়ে পরে তাদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে সঙ্গে থেকে সহযোগিতা করেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাহিদুজ্জামান সূর্য ও হোমনা থানা-পুলিশের একটি দল।