হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বিএনপির নেতা বুলুর ওপর হামলা, আহত ৯

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুর ওপর হামলা হয়েছে। বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে আজ শনিবার সন্ধ্যার দিকে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে তাঁর ওপর হামলা হয়। ছাত্রলীগ-যুবলীগের লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে বিএনপি। বুলুকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

শায়রুল কবির বলেন, ‘মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু সস্ত্রীক আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।’ 

শায়রুল কবির জানান, হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন। 

বরকত উল্লা বুলুর ছেলে তানিয়াত বলেন, ‘নোয়াখালী থেকে ফেরার পথে হামলায় মা ও বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এ হামলা করেছে। তারা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে। এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে, সম্ভবত তার ডান হাতও ভেঙে গেছে।’ 

তানিয়াত জানান, সঙ্গে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন মোস্তফা, রাজু, ফারুক ও গাড়িচালক আলী। 

বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া আজ শনিবার রাত ৮টায় আজকের পত্রিকাকে বলেন, ‘বরকত উল্লা বুলু সস্ত্রীক নোয়াখালী থেকে ঢাকা আসার পথে বিপুলাসারে আওয়ামী লীগের দলীয় লোকজন হামলা করে। এতে করে বুলু, তাঁর স্ত্রীসহ বিএনপির সাত থেকে আটজন আহত হন।’

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক