হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় করিম হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় আব্দুল করিম হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ–৩ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সেলিম মিয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মজনু মিয়া ও কবির মিয়া। রায় ঘোষণার সময় তাঁরা পলাতক ছিলেন। দুজনের বাড়ি কুমিল্লা হোমনা উপজেলার বাগমারা পশ্চিমপাড়া গ্রামে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ জুলাই বিকেলে মজনু মিয়া এবং কবির মিয়া বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল করিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁকে হত্যা করে তিতাস নদীর পূর্ব পাড়ে ফেলে দেয়। স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে ২ আগস্ট দুপুরে তাঁর লাশ খুঁজে পায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ৬ জন নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সেলিম মিয়া বলেন, চারজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর দুজন আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। রায়ের সময় আসামিরা পালাতক ছিলেন।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের