হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় থানা ও মন্দির পাহারায় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা ও এলাকার মন্দিরের নিরাপত্তায় পাহারার দায়িত্ব পালন করছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। গত সোমবার রাত থেকে থানা কমপ্লেক্সের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন তাঁরা। তা ছাড়া এলাকার মন্দিরগুলোও তাঁরা পাহারা দিচ্ছেন।

থানা কমপ্লেক্সের পাহারায় থাকা উপজেলা ছাত্রশিবিরের সাবেক অর্থ সম্পাদক ওমর সানী আজকের পত্রিকাকে বলেন, ‘দেশব্যাপী একটি সুযোগসন্ধানী চক্র দেশের সম্পদ নষ্ট করে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতেই আমাদের এই অবস্থান। আমরা চাই দলমত-নির্বিশেষে এ উপজেলার প্রত্যেক নাগরিক নিরাপদে থাকুক। আর তাই আমরা ছাত্রশিবিরের সদস্যরা থানা-পুলিশ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন স্থানে পাহারা দিচ্ছি।’

ছাত্রশিবিরের সদস্যরা জানান, গত সোমবার রাত থেকেই ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ব্রাহ্মণপাড়া থানার নিরাপত্তার কথা ভেবে থানা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সংখ্যালঘুদের উপাসনালয় পাহারায়ও নিয়োজিত আছে ছাত্রশিবির। এ পর্যন্ত ব্রাহ্মণপাড়ার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের