হোম > সারা দেশ > কুমিল্লা

গৌরীপুর-আসমানিয়া সড়ক দেবে গর্ত, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর-আসমানিয়া সড়কের প্রায় ৩০ ফুট অংশ দেবে গর্ত হয়ে গেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন উপজেলার লক্ষ্মীপুর, চান্দেরচর, চররাজাপুর, গলিয়ারচর, চরচারিপাড়া, খোশকান্দি, চেঙ্গাতলী, দক্ষিণ নারান্দিয়া, উত্তর নারান্দিয়া ও আসমানিয়া ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষজন।

লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন বলেন, সড়কটি দ্রুত সংস্কার করতে হবে। কারণ এমনভাবে সড়কটি দেবে গেছে যে এলাকার কেউ অসুস্থ হলে তাঁকে এই পথ দিয়ে হাসপাতালে নেওয়াও সম্ভব হবে না।

দাউদকান্দি উপজেলার চান্দের চর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন বলেন, আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কাছে গৌরীপুর-আসমানিয়া সড়কের প্রায় ৩০ ফুট অংশ দেবে গর্ত হয়ে গেছে। ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

দক্ষিণ নারান্দিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া আজকের পত্রিকাকে বলেন, আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষজন ওই সড়ক ব্যবহার করেন। এর কোনো বিকল্প সড়কও নেই। এক বছর আগে সড়কটি পাকা করা হয়েছিল। পাকা করার পর এর আগেও একবার সড়কটির একটি অংশ ভেঙে পড়েছিল। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সড়ক মেরামত করে যানবাহন চলাচল শুরু করা হয়েছিল। এখন সড়ক ধসে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় মেম্বার হ‌ুমায়ূন জানান, গৌরীপুর-আসমানিয়া সড়কটি গোমতী নদীর তীরবর্তী হওয়ায় দাউদকান্দির লক্ষ্মীপুর গ্রাম দিয়ে মুরাদনগরসহ আশপাশের এলাকায় দ্রুত সময়ের মধ্যে যাওয়া যায়। ফলে সড়কটি টেকসই করতে হলে গাইড ওয়াল নির্মাণ করে মেরামত করতে হবে। তাহলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে।

এ বিষয়ে জানতে দাউদকান্দি উপজেলার প্রকৌশলী মো. আফসার হোসেন খন্দকারের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সড়ক ধসে যাওয়ার বিষয়টি আমি জেনেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সরেজমিনে আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া সরকার বলেন, ‘আমি ধসে যাওয়া সড়কটি নিয়ে উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আপাতত অস্থায়ীভাবে সড়কটি মাটি দিয়ে ভরাট করে চলাচলের ব্যবস্থা করব। পরবর্তীতে কয়েক দিনের মধ্যে দীর্ঘস্থায়ীভাবে মেরামতের কাজ শুরু করা হবে।’ 

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক