হোম > সারা দেশ > কুমিল্লা

শিশু গৃহকর্মী হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে শিশু গৃহকর্মী মরিয়ম হত্যার দায়ে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এর সঙ্গে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এই রায় ঘোষণা করেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ড পাওয়া আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর পূর্বপাড়া এলাকার মো. এনামুল এলাহী শুভ (৩৪) ও তাঁর স্ত্রী নাদরাতুল নাঈম আহমেদ (২২)। নিহত শিশু মরিয়ম বেগম (৭) কিশোরগঞ্জের হোসেনপুর থানার বীর পাইকসা গ্রামের মো. সিরাজুল ইসলামের মেয়ে।

মামলা থেকে জানা গেছে, শুভ ও নাদরাতুল দম্পতি সন্তানদের সঙ্গ দেওয়ার কথা বলে শিশু মরিয়মকে বাড়িতে নিয়ে আসেন। পরে গৃহকাজ করাতে বাধ্য করান। ২০২০ সালের ২৭ অক্টোবর রাত ২টার সময় মরিয়মকে শারীরিক নির্যাতন করে হত্যা করেন ওই দম্পতি। হত্যার পর মরিয়মের লাশ চাদর দিয়ে পেঁচিয়ে পরদিন প্রাইভেটকারে করে নিহতের বাড়িতে নিয়ে আসেন তাঁরা। পরে চাদর খুলে মরিয়মে শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র, চামড়া ছোলা ও কালচে জখম দেখে হোসেনপুর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ওই দম্পতিকে আটক করে। এ বিষয়ে নিহত মরিয়মের বাবা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে থানায় মামলা করেন।

পিপি রফিকুল ইসলাম জানান, মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য নেওয়া শেষে ও আসামি মো. এনামুল এলাহী শুভর স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী-স্ত্রী দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার