হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে বাস চেকারকে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ

বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় চলন্ত বাস থেকে নামিয়ে চেকার মো. বোরহান উদ্দিন ভূঁইয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহনশ্রমিকেরা। আজ বুধবার সকাল থেকে সড়কে এই বিক্ষোভ মিছিল হয়। 

এ ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশ করার কথা জানিয়েছেন কুমিল্লা জেলা পরিবহন বাস মালিক-শ্রমিকেরা। এদিকে এই হত্যাকাণ্ডে ঢাকার পরিবহন মালিকদের একটি পক্ষ সরাসরি জড়িত বলে দাবি করেছেন মৃতের স্ত্রী পারভীন আক্তার। 

জানা যায়, ১০ নভেম্বর মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে তিশা বাস থেকে নামিয়ে কয়েকজন শ্রমিক মিলে চেকার মো. বোরহান উদ্দিন ভূঁইয়াকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান বোরহান উদ্দিন। এর দুই দিন পর ১২ নভেম্বর বোরহান উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাঁর স্ত্রী পারভীন তাঁকে কুমিল্লা মুন হাসপাতালে নিয়ে যান। ওই দিন সকাল সাড়ে ১০টায় রায়হানের মৃত্যু হয়। 

ওই দিন রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

এ প্রসঙ্গে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, মামলা হয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

মামলার তদন্ত কর্মকর্তা দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) কামাল হোসেন জানান, আসামিরা পলাতক রয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার