হোম > সারা দেশ > কুমিল্লা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশিবাদক মনিরের

কুমিল্লা প্রতিনিধি

‘ও…বাঁশেতে ঘুণ ধরে যদি, কেন বাঁশিতে ঘুণ ধরে না, কতজনায় মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না’...শচীন দেব বর্মণের এই গানের সুরে বিভিন্ন অনুষ্ঠান মাতিয়ে রাখা কুমিল্লার সুপরিচিত বাঁশিবাদক মনির হোসেন বাসচাপায় নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত প্যাড বাদক সহযোগী বোরহান উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। 

নিহত মনির হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে। নিহত মনির ও আহত বোরহান দুজনই সাংস্কৃতিক সংগঠন ‘দ্যা কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা’র সদস্য ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে (কিষান) মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত বোরহানের বরাত দিয়ে কিশোর কান্তি বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে তাঁরা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেল চড়ে কুমিল্লায় ফিরছিলেন। হরিশচর এলাকায় এলে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মনির ঘটনাস্থলেই মারা যান। পরে বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

সংগঠনটির সদস্য রাসেল দেওয়ান বলেন, ‘তারা চারজন লাকসামে গিয়েছিল দুটি মোটরসাইকেলে চড়ে। দুজন সামনে ছিল, মনির ও বোরহান পেছনে ছিল। দুর্ঘটনায় মনির মারা যায় এবং বোরহানকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

রাসেল দেওয়ান আরও বলেন, ‘যেকোনো অনুষ্ঠানে সবচেয়ে বড় সাহস ছিলেন মনির ভাই। দারুণ বাঁশি বাজাতেন, শো মাতিয়ে রাখতে তাঁর ভূমিকা ছিল সবচেয়ে বেশি।’ 

এ বিষয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা। একজন মারা গেছেন। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’ 

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার