হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কলেজশিক্ষক হত্যায় ৬ জনের ফাঁসির আদেশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সাইফুল আজম সুজন হত্যার ঘটনায় আপন চার ভাইসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি জাকির হোসেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নগরীর বারপাড়া এলাকার মো. জামাল হোসেন (৩০), মো. ইলিয়াস (২৫), মো. জাকির হোসেন (৪২)। পলাতক ছিলেন মো. নয়ন (২৪) মো. কামাল (৩০) ও মিঠুন (২৯)।

সরকারি কৌঁসুলি জাকির হোসেন জানান, মোট ৯ জন আসামির মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়। একজন বিচারাধীন অবস্থায় মারা যান। দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে নগরীর বারপাড়া এলাকার সহিদুর রহমানের ছেলে জামাল, কামাল, নয়ন ও মিঠুন আপন চার ভাই। বাকি দুজন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইলিয়াস ও হামিদ আলীর ছেলে জাকির হোসেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ অক্টোবর বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বেসরকারি একটি প্রতিষ্ঠানের শিক্ষক জাহেদুল আলম সুজনকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা একেএম ফারুক আজম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক মো. নাসির উদ্দিন মৃধা ২০১১ সালের ২২ মে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে এক আসামি মৃত্যুবরণ করেছেন।

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ