হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে সংঘর্ষ: দুই ঘণ্টা পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ যান চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় চারলেন সড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে আটককে পড়া যাত্রীরা ভোগান্তিতে পড়তে হয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের চালক আসলাম মিয়া বলেন, ‘মহাসড়কের চৌদ্দগ্রামে সংঘর্ষের খবর আমরা জানতাম না। আমানগন্ডা এলাকায় এসে শুনেছি বাজারে দুই পক্ষের সংঘর্ষ চলছে। আমি প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকা পড়ে আছি।’

যানজটে আটকে থাকার সময় তিশা পরিবহনের যাত্রী সুমাইয়া সুলতানা বলেন, ‘সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি। এতে করে আমাদের চরম কষ্ট হচ্ছে।’

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ বলেন, পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসায় মহাসড়কের যান চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, বিএনপি–জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং  প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারী ও পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন সেলিমের পক্ষের নেতা–কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার সকালে কর্মসূচির শুরুতেই দোয়েল চত্বর সংলগ্ন এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িতে পড়ে। এতে মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয় এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক