হোম > সারা দেশ > কুমিল্লা

সৌদিতে ময়লার গাড়ির চাপায় বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী নিহত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

সৌদি আরবের জেদ্দায় মো. রুহুল আমিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছে। গত বুধবার (২ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। 

রুহুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় বড় বাড়ির মো. কুদ্দুস মিয়ার ছেলে। 

নিহতের পরিবার জানায়, রুহুল আমিন দুই বছর আগে সৌদি আরবের জেদ্দায় যান। সেখানে তিনি সড়ক পরিষ্কারের (বলদিয়া) কাজ করছিলেন। বুধবার রাতে পরিবার জানতে পারে, রুহুল আমিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

সৌদি আরবে অবস্থানরত রুহুলের বড় ভাই আল আমিনের সঙ্গে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। আল আমিন তাঁদের জানান, ময়লা ফেলার সময় তাঁদের ময়লার গাড়ির চাপায় তিনি মারা গেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ রুহুল আমিনের মরদেহ নিয়ে গেছে। এ ছাড়া ঘটনার সময় সঙ্গে থাকা তার এক সহকর্মী ও তাঁদের গাড়ির চালককে পুলিশ আটক করেছে। 

পরিবার জানায়, দেশে রুহুল আমিনের মা, বাবা, স্ত্রী ও সাড়ে চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। 

এদিকে মৃত্যু সংবাদ শুনে রুহুলের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্ত্রী ও মা বারবার মূর্ছা যাচ্ছেন। 

রুহুলের চাচা কামরুল হাসান বলেন, ‘বিয়ের দুই বছর পর সৌদি আরবে যান রুহুল। তাঁর একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। জেদ্দায় ডিউটি অবস্থায় ময়লার গাড়ির চাপায় মারা গেছেন। লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।’

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক