হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা বোর্ডে এসএসসিতে ফেল করা ১৫৫ শিক্ষার্থী পুনর্মূল্যায়নে পাস

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বোর্ডের ১২ হাজার ৩৮ জন এসএসসি শিক্ষার্থী ফল প্রকাশের পর তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করে। পুনর্মূল্যায়নে ফেল করা ১৫৫ জন শিক্ষার্থী পাস করেছে। ৩৭ জন পেয়েছে জিপিএ ৫ ও ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টায় শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনরায় এ ফল প্রকাশ করা হয়। 

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থীর ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ৩৭ জন জিপিএ ৫ পান। ১৫৫ জন ফেল থেকে পাস করেছে এবং ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, ‘আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই–বাছাই শেষে শনিবার ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।’ 

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। 

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত