হোম > সারা দেশ > কুমিল্লা

বৈশ্বিক পরিস্থিতির কারণে পণ্যের দাম কিছুটা বেড়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সবকিছুরই উন্নতি হয়েছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তাহলে আজ কেন অবরোধ, উন্নয়ন বাধাগ্রস্ত করতে তাহলে অবরোধ। আজ আমাদের কোনো দুর্ভোগ নেই। বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা দেশের অভ্যন্তরীণ বিষয় নয়।’ 

আজ রোববার কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে মন্ত্রী সভাপতিত্ব করেন। সম্মানিত অতিথির বক্তব্যে দেন রিপাবলিক অব মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা রাশিদ আহমেদ। 

মো. তাজুল ইসলাম বলেন, ‘সংবিধানে মৌলিক অধিকার ও করণীয় নির্ধারণ করা আছে। নির্বাচন সংবিধানের বাধ্যবাধকতায় যথা সময়ে হবে। আমাদের সংবিধান আমরা ধ্বংস করতে পারি না, দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারি না। আমেরিকায় ৩৬ কোটি মানুষ আছে। আমাদের দেশের ১৭ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন না করার কোনো সুযোগ নেই।’ 

বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কিসের ওপর ভিত্তি করে আপনাদের আন্দোলন। আমরা এক সময় আন্দোলন–সংগ্রাম করেছি। হরতাল–অবরোধ করেছিলাম এ কারণে যে আমাদের আশা–আকাঙ্ক্ষার প্রতি প্রতারণা করা হয়েছিল। আমাদের খাদ্যঘাটতির পূরণ হয়নি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়নি। দেশকে পিছিয়ে নেওয়া হয়েছিল।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, ভারতের ত্রিপুরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থ শংকর দে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মইন। 

সমাবর্তন বক্তার বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, ধন্যবাদ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, স্বাগত বক্তব্য দেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন