হোম > সারা দেশ > কুমিল্লা

জুয়ার টাকার জন্য শ্বশুরের গরু চুরি, জামাতাসহ গ্রেপ্তার তিন 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে জুয়ার টাকা জোগাড়ের জন্য শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে বিক্রির সময় জামাতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একটি কালো রংয়ের গরু এবং সিএনজি উদ্ধার করা হয়।

জুয়া খেলার টাকা জোগাড়ের জন্য তাঁরা গরুটি চুরি করেছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আজ বুধবার দুপুরে জামাতা জুয়েলসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার ধর্মপুর এলাকার জুয়েল (২৬), সাতরা চম্পকনগর এলাকার মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া জুয়েলের শ্বশুরবাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায়। গত সোমবার বিকেলে জুয়েল দুই সহযোগী নিয়ে শ্বশুড়বাড়ি থেকে একটি গরু চুরি করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর আজকের পত্রিকাকে বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে তাঁরা বরুড়া থেকে একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে দেবিদ্বারে নিয়ে আসে। পরে গরুটি নিয়ে পাশের উপজেলা বুড়িচংয়ে নিয়ে যাওয়ায় সময় দেবিদ্বারের মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে পুলিশের চেকপোস্টে ধরা পড়েন। এ ঘটনায় বরুড়া থেকে দেবিদ্বার থানায় এসে গরুর মালিক আমির হোসেন গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেছেন।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা