হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 

গ্রেপ্তার নাজমুল হাসান ও শরীফ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চান্দেরচর গ্রামে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে চান্দেরচরের একটি দোচালা কাঁচা ঘরে মাদক সেবনের সময় যৌথ বাহিনী তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দেরচর গ্রামের মৃত শাহআলম মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (৩৫) ও মৃত আবুল হাসেম মেম্বারের ছেলে মো. শরীফ ইসলাম (৪৬)।

অভিযানে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম এবং দাউদকান্দি মডেল থানার গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারের পর আসামিদের গৌরীপুর ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তিনি বিদেশি মদের বড় ডিলার হিসেবে এলাকায় পরিচিত এবং আশপাশের অন্তত দুটি থানায় নিয়মিত মাদক সরবরাহ করতেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের