হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 

গ্রেপ্তার নাজমুল হাসান ও শরীফ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চান্দেরচর গ্রামে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে চান্দেরচরের একটি দোচালা কাঁচা ঘরে মাদক সেবনের সময় যৌথ বাহিনী তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দেরচর গ্রামের মৃত শাহআলম মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (৩৫) ও মৃত আবুল হাসেম মেম্বারের ছেলে মো. শরীফ ইসলাম (৪৬)।

অভিযানে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম এবং দাউদকান্দি মডেল থানার গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারের পর আসামিদের গৌরীপুর ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তিনি বিদেশি মদের বড় ডিলার হিসেবে এলাকায় পরিচিত এবং আশপাশের অন্তত দুটি থানায় নিয়মিত মাদক সরবরাহ করতেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার