হোম > সারা দেশ > কুমিল্লা

পুলিশ কর্মকর্তাকে খুনের হুমকি, ইউপি সদস্য গ্রেপ্তার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে এক পুলিশ কর্মকর্তাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য হানিফ মিয়া বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় আজ রোববার রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত হানিফ মিয়া উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গত শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ মিয়া একই ইউনিয়নের নারচর গ্রামের অন্যের জমি থেকে তাঁর দলবল নিয়ে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যান। এ সময় ভুক্তভোগী এক নারী ৯৯৯-এ কল করেন। রাত সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাদার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। এতে হানিফ ক্ষিপ্ত হয়ে এএসআই শাহজাদাকে মোবাইলে হুমকি দেন। একপর্যায়ে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের দাপট দেখিয়ে ‘পুলিশের লাশ পড়ে’ যাবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ৩ মিনিট ২ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এ ঘটনায় এএসআই শাহজাদার বাদী হয়ে আজ রোববার দুপুরে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাত ৯টার দিকে এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা