হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে নদীতে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে কালাডুমুর নদীর সেতুর মাঝখানে দুটি পিলার ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে ছিল। গত বুধবার বিকেলে একটি বাল্কহেডের ধাক্কায় বিকট শব্দে সেতুটির মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এ ছাড়া সেতুর একটি অংশ বাল্কহেডের ওপর পড়ে। এর ফলে কয়েকটি গ্রামের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এর আগে সেতুতে ঝুঁকি নিয়ে যান চলাচল বিষয়ে বিভিন্ন পত্রিকায় ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর এলজিইডি কর্তৃপক্ষের টনক নড়ে। এরপর কালাডুমুর নদীতে ঝুঁকিপূর্ণ সেতুটি উপজেলা প্রশাসন পরিত্যক্ত ঘোষণা করে এবং সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল না করার জন্য নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি আকারে উভয় পাশে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ ছাড়া সেতুর নিচ দিয়েও মালামাল বহনকারী ট্রলার, ছোট-বড় বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরও কিছু অসাধু বালু ও ইট ব্যবসায়ী আইনের তোয়াক্কা না করে সেতুর নিচ দিয়ে বাল্কহেড চলাচলের মাধ্যমে ব্যবসা চালিয়ে আসছিল। এ কারণেই দুর্ঘটনার শিকার হয়ে সেতুটি ভেঙে পড়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, ‘মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নতুন সেতু নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বিকল্প রাস্তা না থাকায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ওই সেতুর ওপর দিয়ে হেঁটে চলাচল করত। সেতুটি ভেঙে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে। এই ব্যাপারে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসান শুভ বল, ‘প্রতিদিন স্কুলে আশা যাওয়া করতে আমাদের অনেক অসুবিধা হয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, মানুষের চলাচলের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা চালু করা হোক এবং নতুন সেতু নির্মাণ করা হোক।’ 

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক