হোম > সারা দেশ > কুমিল্লা

বিএনপির গণসমাবেশ: কর্মীরাই জাগিয়ে রেখেছে কুমিল্লা টাউন হল মাঠ

কুমিল্লা প্রতিনিধি

মাঠের বিভিন্ন স্থানে কেউ বসে আড্ডা দিচ্ছেন, কেউ শুয়ে আছেন, আবার কেউ কেউ দিচ্ছেন স্লোগান। কোথাও কোথাও কর্মীদের জড়ো করে কথা বলছেন অনেক নেতারা। এভাবেই বিএনপির নেতা-কর্মীরা জাগিয়ে রেখেছে কুমিল্লা নগরীর টাউন হল মাঠকে।

রাত যত বাড়ছে ততই কর্মীদের উপস্থিতি বাড়ছে এই মাঠে। আগামীকাল শনিবার সকালে এই মাঠেই অনুষ্ঠিত হবে বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ। 

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা (কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর ও মহানগর শাখা), চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি শাখা বিএনপির উদ্যোগে এ বিভাগীয় সমাবেশ হচ্ছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন সমাবেশে সভাপতিত্ব করবেন। সমাবেশে উপস্থিত থাকবেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। 

টাউন হল মাঠে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য বিভাগীয় সমাবেশগুলোর মতো পরিবহন ধর্মঘটের শঙ্কায় বিভিন্ন জেলা ও উপজেলার থেকে  বিএনপির নেতা-কর্মীরা আগ থেকেই চলে এসেছে কুমিল্লায়। সমাবেশের একদিন আগেই পরিপূর্ণ হয়ে গেছে সমাবেশের মাঠ। মাঠেই এখন অবস্থান করছেন তাঁরা। কেউ কেউ রাতে সমাবেশস্থল ত্যাগ করে হোটেল, বন্ধুবান্ধবের বাড়িতে অবস্থান করছেন। কেউ কেউ মাঠেই রাত কাটাচ্ছেন। খিচুড়ি রান্না করে চলছে খাওয়া-দাওয়া। তা ছাড়া নগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবে করা হয়েছে নেতা-কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা। 

আজ শুক্রবার সন্ধ্যার পর থেকেই নগরীর কান্দিরপাড় পুবালি চত্বর, রানির বাজার সড়ক, কান্দিরপাড়-টমছমব্রীজ সড়ক, ভিক্টোরিয়া কলেজ সড়ক, জিলা স্কুল সড়ক, একে ফজলুল হক সড়কসহ মোড়ে মোড়ে বিএনপির কর্মীদের অবস্থান দেখা গেছে। বিশেষ করে নগরীর কান্দিরপাড় কেন্দ্রিক মিছিল চলছে অনবরত। বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের মধ্যে টুপি ও গেঞ্জি বিতরণ করছেন নেতারা।

সরেজমিনে দেখা গেছে, রাত যত বাড়ছে, নেতা-কর্মীর ভিড়ও তত বাড়ছে। মাঠে নেতা-কর্মীরা অনবরত স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ পর পর পিকআপ ভ্যানে করে আনা হচ্ছে কর্মীদের জন্য খাবার। যারা অস্থায়ী তাঁবুতে অবস্থান করছেন তাদের জন্য সেখানেই করা হচ্ছে রান্না। 

কুমিল্লা সিটির করপোরেশনের সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু বলেন, ‘আমার নিজের নির্মাণাধীন ভবনের ৭৮টি ফ্ল্যাটে নেতা-কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘কুমিল্লায় আগত নেতা-কর্মীদের জন্য সমাবেশের মাঠসহ বিভিন্ন ওয়ার্ডে অস্থায়ী তাঁবুতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া স্থানীয়ভাবে অনেক নেতা নিজেদের মত করে কর্মীদের রাতে থাকার খাওয়ার ব্যবস্থা করেছেন। সমাবেশ সফল করতে তারা কষ্ট স্বীকার করছেন।’

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা