হোম > সারা দেশ > কুমিল্লা

জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করার ঘটনায় করা মামলায় জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। আজ বুধবার বেলা ১১টার দিকে শারীরিক অসুস্থতার কারণে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ রেদোয়ান আহমেদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। 

আসামিপক্ষের আইনজীবী আতিকুর রহমান সুমন বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি রিং ও পেসমেকার বসানো রয়েছে। যেকোনো মুহূর্তে তিনি কারাগারে মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন। এরই মধ্যে কারাগারে অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রেদোয়ান আহমেদের অসুস্থতার বিষয়টি আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালত সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেন।’ 

চান্দিনা উপজেলা এলডিপির নেতা জামশেদ আহমেদ জাকি বলেন, ‘নেতার জামিন হয়েছে। আজ বিকেলের মধ্যেই কারাগার থেকে মুক্তি পাবেন তিনি। এরই মধ্যে আমরা সব কাগজপত্র প্রস্তুত করেছি।’ তবে এর আগে আরও তিনবার কুমিল্লার আদালতে জামিনের আবেদন করেছিলেন ড. রেদোয়ান আহমেদের আইনজীবীরা। 

উল্লেখ্য, গত ৯ মে বিকেল ৪টার দিকে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২-এর মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। দুপুর ১টার পর থেকে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন। দুপুর আড়াইটার দিকে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২-এর প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন। 

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত