হোম > সারা দেশ > কুমিল্লা

সম্পত্তির দ্বন্দ্বে লাশ আটকে সৎমা ও মেয়ের ধস্তাধস্তি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় লাশের সামনে সম্পত্তি ভাগাভাগি নিয়ে মেয়ে ও সৎমায়ের দ্বন্দ্বে জড়ানোর খবর পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের মধ্য ধস্তাধস্তি হয়েছে। এরপর জামাতা শ্বশুরের লাশ প্রায় এক ঘণ্টা আটকে রাখেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে এটি পারিবারিক দ্বন্দ্ব।

নিহত ডা. সিরাজুল হকের মেয়ে হাছনেয়ারা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘১২ বছর বয়সে মা মারা যায়। ১৫ বছর বয়সে আমার বিবাহ হয়। তখন স্বামীর বাড়ি চলে যাই। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করেন। পরের সংসারে কোনো সন্তান হয়নি। গত ২০ বছর ধরে বাবা অসুস্থ ছিলেন। কয়েকবার স্ট্রোক করেছিলেন। তখন সৎমা সেতারা বেগম ও তাঁর ভাই জাহাঙ্গীর এবং তারেক বাড়িঘরসহ সব জায়গা জমি লিখে নিয়েছে। অথচ আমি ছাড়া বাবার কোনো ছেলেমেয়ে নাই।’

হাছনেয়ারার স্বামী ডা. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্বশুরের লাশ দেখতে গেলে তাঁরা আমার মেয়ের ব্যাগ আটকে রাখে। তাঁর নানার ঘর থেকে বের হতে বলে। আমার স্ত্রীকে মারধর করে। তখন একটু ধস্তাধস্তি হয়। তাঁরা ২০১৮ সালে আমার শ্বশুরের ৮ শতক জমি ও তিনতলা বাড়ি হেবা দলিল করে নিয়েছে। ব্যাংকের সব টাকা সৎমা নিয়েছে। গ্রামের সব জমি চাচারা নিয়েছে।’

মৃত ডা. সিরাজুল হকের দ্বিতীয় স্ত্রী সেতারা বেগম বলেন, ‘স্বামীর লাশ সামনে রেখে আমি কোনো কথা বলব না।’

কোতোয়ালি থানার সহকারী পুলিশ পরিদর্শক বিষ্ণু কুমার রায় জানান, ‘বিষয়টি জেনে আমরা হাউজিং ১ নম্বর সেক্টরের মসজিদে যাই। উভয় পক্ষকে বলেছি, লাশ যেন আটকে না রাখা হয় আর সম্পত্তি ভাগ-বাঁটোয়ারার বিষয়টি যেন পরে সমাধান করা হয়। মোটামুটি ঘণ্টাখানেক পর জানাজা ও দাফন হয়।’

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত