হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় মাদ্রাসার স্টোর রুম থেকে শিশুর লাশ উদ্ধার, বাবুর্চি পলাতক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলার সমেষপুর এলাকার একটি মাদ্রাসার স্টোর রুম থেকে সিয়াম (১১) নামে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার সকালে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের সমেষপুর মারকাজুল তালিমুওয়াজ তারবিয়াহ কওমি মাদ্রাসার স্টোর রুম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। 

সে মাদ্রাসাটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শিশুটি মাদ্রাসার আবাসিক ভবনেই থাকত। 

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছিল না বলে মাদ্রাসার কর্তৃপক্ষ তার বাবাকে মোবাইল ফোন জানায়। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির জন্য মাইকিং করা হয়। পরে বরুড়া থানায়ও অবগত করা হয়। নিখোঁজের তিন দিন পর আজ সকালে মাদ্রাসার স্টোর রুম থেকে দুর্গন্ধ বের হলে মেঝেতে শিশু সিয়ামের লাশটি পাওয়া যায়। 

শিশুটির মামা হেদায়েতুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, মাদ্রাসা থেকে জানানো হয় সিয়ামকে পাওয়া যাচ্ছে না। এরপরেই পরিবারের সবাই সিয়ামকে খোঁজাখুঁজি করে। তিন মাস আগে সিয়ামের খালার সঙ্গে ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরের বিবাহবিচ্ছেদ হয়। 

ধারণা করা হচ্ছে, এর জেরেই সিয়ামকে তিনি মেরে ফেলে চলে যান। যেদিন থেকে সিয়ামে পাওয়া যাচ্ছিল না, সেদিন থেকে বাবুর্চি জাহাঙ্গীর মাদ্রাসা থেকে উধাও হয়ে যান। 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটি যে মাদ্রাসায় পড়ত ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ হচ্ছে। তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের টিম কাজ করছে। গ্রেপ্তার পর হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন হবে বলে মনে করছি।’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার