হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দির ভিক্টোরিয়া হাসপাতালের কার্যক্রম বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দির আঙ্গাউড়ায় অবস্থিত বেসরকারি ভিক্টোরিয়া হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলামের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা হাসপাতালটি বন্ধ করে দেন। 

স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বলেন, এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ওই হাসপাতাল পরিদর্শনে গেলে লাইসেন্স, জনবল ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। বিষয়টি দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানকে লিখিতভাবে জানানোর পর তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেন। 

উল্লেখ্য, গত শুক্রবার প্রসূতি লাকি আক্তারকে (৩৩) ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ডা. সিফাত হোসেন রত্না সিজারের মাধ্যমে তাঁর একটি কন্যাসন্তান প্রসব করান। কন্যাসন্তানটি সুস্থ থাকলেও লাকি আক্তারের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। পরদিন শনিবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় লাকি আক্তারের মৃত্যু হয়। 

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার