হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় সৎমাকে পিটিয়ে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

গ্রেপ্তার মোফাজ্জল হোসেন বেনু। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার হোমনায় সৎমাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন বেনু (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মোফাজ্জলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

নিহতের নাম সেনোয়ারা বেগম (৬৫)। তিনি উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মো. আবুল কাশেম ম্যানেজারের স্ত্রী। এ ঘটনায় নিহতের আরেক সৎছেলের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) বাদী হয়ে আজ শুক্রবার হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, সেনোয়ারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে। সৎছেলে মোফাজ্জল হোসেন বেনুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৎমা সেনোয়ারা বেগমকে প্রায় সময় কটু কথা ও মারধর করতেন মোফাজ্জল। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ভাত খাওয়াকে কেন্দ্র করে মোফাজ্জল একটি কাঠ দিয়ে আঘাত করে সেনোয়ারার দুই হাঁটুর নিচে, বাঁ হাতের বাহু, ডান হাতের কবজি ও চারটি আঙুল ভেঙে ফেলেন।

স্বজনেরা উদ্ধার করে জেলার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সেনোয়ারাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার সময় পথে তাঁর অবস্থা খারাপ হওয়ায় রাত দেড়টায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সেনোয়ারাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত