কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শামসুল আলম রিপন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক কাজী খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শামসুল আলম রিপন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২২ নং ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের হাজী রেসমত আলীর ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, মহাসড়কের লালবাগ রাস্তার মাথায় কিশোয়ান বেকারির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক রিপনের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রিপন মারা যান। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক কাজী খোরশেদ আলম জানান, লালবাগ রাস্তার মাথায় অজ্ঞাতনামা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।