হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় বাইর থেকে খাতা সংযুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এসএসসি ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় বাইর থেকে খাতা যুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার চান্দলা উপজেলার কে. বি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

উপজেলা প্রশাসন ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার ওই পরীক্ষা কেন্দ্রের এক শিক্ষার্থী তার নিজ খাতার পাতা ছিঁড়ে বাইরে ফেলে দেয়। এ সময় বাইর থেকে প্রশ্নের উত্তর সংবলিত পাতা ওই খাতায় যুক্ত করে। এ সময় পরীক্ষার দায়িত্বে থাকা পর্যবেক্ষক বিষয়টি দেখতে পেয়ে খাতা আটক করে কেন্দ্র সচিবকে অবহিত করেন। পরে কেন্দ্র সচিব বিষয়টি উপজেলা প্রশাসনকে অবিহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। পরে কেন্দ্র সচিব ওই শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করেন। 

চান্দলা কে. বি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব রাখাল চন্দ্র শীল বলেন, ‘পরীক্ষায় মূল খাতা থেকে পাতা সরিয়ে বাহির থেকে প্রশ্নের উত্তর সংবলিত একটি খাতা সংযুক্ত করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নেবেন কত বছরের জন্য তাকে বহিষ্কার করবেন।’ 

ইউএনও সোহেল রানা বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কেন্দ্র সচিব ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার