হোম > সারা দেশ > কুমিল্লা

স্ত্রীর উশৃঙ্খল চলাফেরা সইতে না পেরে আত্মহত্যার অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলায় স্ত্রীর উচ্ছৃঙ্খল চলাফেরা সইতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে নিজ বাড়ির আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত ব্যক্তির নাম মো. মোস্তফা (৫৫)। তিনি উপজেলার শাহাবৃদ্ধি গ্রামের মৃত হায়দার মিয়ার ছেলে। তাঁর স্ত্রীর নাম নিলুফা বেগম (৪৫)। 

এলাকাবাসী বলছে, মোস্তফার স্ত্রী নিলুফা বেগম দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছেন এমন অভিযোগে প্রতিনিয়ত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এরই জেরে মোস্তফার স্ত্রী বিল্ডিংয়ে তালা দিয়ে কোথায় যেন চলে যান। এই রাগে মোস্তফা সোমবার সন্ধ্যায় বাড়ির আমগাছের সঙ্গে রশি দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

এ বিষয়ে তিতাস থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসআই ইমরুলকে পাঠিয়েছি। তিনি এলে বিস্তারিত বলা যাবে।’ 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজহার ভূঁইয়া বলেন, ‘মোস্তফা নামের একজন আত্মহত্যা করেছে খবর পেয়ে আমি থানার পুলিশকে জানিয়েছি। বিস্তারিত জানি না।’ 

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শাহাবৃদ্ধি গ্রামের বাসিন্দা মো. মোস্তাক ভূঁইয়া বলেন, ‘মোস্তফা মিয়ার স্ত্রী নিলুফা বেগম মাজারভক্ত ছিলেন। তিনি বিভিন্ন পুরুষের সঙ্গে মাজারে যাওয়া-আসা করতেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে মোস্তফা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’ 

তিতাস থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমরুল বলেন, ‘নিহত মোস্তফার স্ত্রী নিলুফা বেগম বেপরোয়া চলাফেরা করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে গ্রামবাসীর কাছ থেকে জানা গেছে। এ কারণেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক