হোম > সারা দেশ > কুমিল্লা

স্ত্রীর উশৃঙ্খল চলাফেরা সইতে না পেরে আত্মহত্যার অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলায় স্ত্রীর উচ্ছৃঙ্খল চলাফেরা সইতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে নিজ বাড়ির আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত ব্যক্তির নাম মো. মোস্তফা (৫৫)। তিনি উপজেলার শাহাবৃদ্ধি গ্রামের মৃত হায়দার মিয়ার ছেলে। তাঁর স্ত্রীর নাম নিলুফা বেগম (৪৫)। 

এলাকাবাসী বলছে, মোস্তফার স্ত্রী নিলুফা বেগম দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছেন এমন অভিযোগে প্রতিনিয়ত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এরই জেরে মোস্তফার স্ত্রী বিল্ডিংয়ে তালা দিয়ে কোথায় যেন চলে যান। এই রাগে মোস্তফা সোমবার সন্ধ্যায় বাড়ির আমগাছের সঙ্গে রশি দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

এ বিষয়ে তিতাস থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসআই ইমরুলকে পাঠিয়েছি। তিনি এলে বিস্তারিত বলা যাবে।’ 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজহার ভূঁইয়া বলেন, ‘মোস্তফা নামের একজন আত্মহত্যা করেছে খবর পেয়ে আমি থানার পুলিশকে জানিয়েছি। বিস্তারিত জানি না।’ 

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শাহাবৃদ্ধি গ্রামের বাসিন্দা মো. মোস্তাক ভূঁইয়া বলেন, ‘মোস্তফা মিয়ার স্ত্রী নিলুফা বেগম মাজারভক্ত ছিলেন। তিনি বিভিন্ন পুরুষের সঙ্গে মাজারে যাওয়া-আসা করতেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে মোস্তফা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’ 

তিতাস থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমরুল বলেন, ‘নিহত মোস্তফার স্ত্রী নিলুফা বেগম বেপরোয়া চলাফেরা করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে গ্রামবাসীর কাছ থেকে জানা গেছে। এ কারণেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত