হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় কাজী শামিম আকবর (২৫) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা আজকের পত্রিকাকে কে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত কাজী শামিম আকবর চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি কোমারডোগা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। আহত শাহ আলম একই এলাকার এনামুল হকের ছেলে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কামরুল হুদা আরও বলেন, শামিম ও এনামুল মোটরসাইকেলে করে কুমিল্লায় ঘুরতে গিয়েছিলেন। দুপুর দেড়টার দিকে বাড়ি ফেরার পথে সদর দক্ষিণের চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজন অবস্থায় চিকিৎসকেরা শামিমকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পেলে আপনাদের জানানো হবে।’ 

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার