হোম > সারা দেশ > কুমিল্লা

লকডাউন কার্যকরে কুমিল্লায় ২৩টি ভ্রাম্যমাণ আদালত

প্রতিনিধি, কুমিল্লা

লকডাউন কার্যকরে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে কাজ করছে ৬টি ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জেলার ১৭ উপজেলায় ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।

দ্বিতীয় দফা লকডাউনে আজ বৃহস্পতিবার নগরীর শাসনগাছা, টমছমব্রীজ, ধর্মপুর, রাজগঞ্জ, চকবাজার, ফৌজধারী মোড়ে ৬ জন ম্যাজিস্টেটের নেতৃত্বে লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

লকডাউনে সরকারি আইন অমান্য করায় বিভিন্ন মামলায় করা হচ্ছে জরিমানা। দ্বিতীয় দফা লকডাউনে নগরীতে ৬ জন ম্যাজিস্টেটের তত্ত্বাবধানে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।      

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট তানজিমা আন্জুম সোহানিয়া, শামিম আরা সুমি, এসএম মোস্তাফিজুর রহমান,  অমিত দত্ত, গোলাম মোস্তফা ও মাজহারুল ইসলাম। 

এ সময় লকডাউনে আইন অমান্য করায় নগরীতে ২১টি মামলায় ২৮ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্টেটে মোঃ কামরুল হাসান বলেন, ‘কুমিল্লা নগরীতে করোনা শনাক্ত ও মৃত্যর হার সবচেয়ে বেশি। এ জেলার নগরীতে ৬০ ভাগ মানুষই করোনায় আক্রান্ত। তাই লকডাউন পালনে নগরীতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরী সহ সব উপজেলায় আমাদের নির্বাহী নগরীতে ম্যাজিস্টেটরা তৎপর আছে বলেও জানান তিনি’।    

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক