হোম > সারা দেশ > কুমিল্লা

বারান্দা দিয়ে হাত বাড়িয়ে কবজি খোয়াল শিশু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকায় একটি ভবনসংলগ্ন তার থেকে বিদ্যুতায়িত হয়েছে আবদুল্লাহ নামের (৭) এক শিশু। এ সময় তাকে রক্ষা করতে মা জোরে টান দিলে শিশুটির হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তেলিকোনা চৌমুহনী এলাকার মানিক মিয়া টাওয়ারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর মাও আহত হয়েছেন। 

আবদুল্লাহকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর জীবন সংকটাপন্ন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকার বাসিন্দা ও চকবাজারের ব্যবসায়ী মো. শামীম পরিবার নিয়ে তেলিকোনা চৌমুহনী এলাকার মানিক মিয়া টাওয়ারের ছয়তলায় ভাড়া থাকেন। আজ সকালে তাঁরা ছয়তলা থেকে চারতলায় শিফট হচ্ছিলেন। এ সময় আবদুল্লাহকে চারতলায় রেখেই তাঁরা মালামাল নামানোর কাজে ব্যস্ত ছিলেন।

দুপুর পৌনে ১২টার দিকে চারতলার বারান্দাসংলগ্ন অনিরাপদ বৈদ্যুতিক তারে হাত দেয় আবদুল্লাহ। সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। বিষয়টি বুঝতে পরে আবদুল্লাহর মা তার সন্তানকে জোরে টান দিলে শিশুটির হাত থেকে কবজি আলাদা হয়ে যায়। এ সময় আহত হন শিশুটির মাও। পরবর্তীকালে আবদুল্লাহর হাতের কবজি বিদ্যুতের তারে আটকে থাকতে দেখা যায়।

কুমিল্লার চকবাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিন মন্টি বলেন, ‘ভবনের বারান্দার গ্রিলের সংলগ্ন থাকা তারে হাত লেগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি শিশুটির হাতের কবজি বিদ্যুতের তারে ঝুলছে। এই ভবনটির পাশের অনিরাপদ বিদ্যুতের তারে এর আগেও একজন দুর্ঘটনার শিকার হয়েছিলেন।’

ঘটনার পর আবদুল্লাহকে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রধান মীর্জা মো. তাইয়েবুল ইসলাম বলেন, ‘শিশুটিকে যখন আমাদের এখানে নিয়ে আসা হয়, তার অবস্থা খুব একটা ভালো ছিল না। এক হাত পুড়ে আলাদা হয়ে গেছে। দুই পা বার্ন হয়েছে। আমরা ইমার্জেন্সি যা করার করে দিয়েছি। চেয়েছিলাম অপারেশন করাতে। কিন্তু তার পরিবারের ইচ্ছায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।’

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক