হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় অটোরিকশার চালককে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অটোরিকশার চালককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। আজ বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। একই সঙ্গে প্রত্যককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি মো. সুমন মিয়া, মো. সোহেল মিয়া ও আবুল বাশার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং অপর আসামি মো. শিহাব মিয়া অনুপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘১৭ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬), মৃত আলম মিয়ার ছেলে মো. শিহাব মিয়া (২০) এবং একই উপজেলার নয় কামতা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মো. সোহেল মিয়া (২৮)। এ ছাড়া ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন একই উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে আবুল বাশার (৩৮)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ অক্টোবর সিনজিচালক মো. নাজমুল হাসান (১৪) চান্দিনা যাওয়ার পথে অভিযুক্তরা ভাড়ার কথা বলে চালককে জবাই করে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। পরে নিহতের বাবা আবদুর রব বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক