হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার শশীদলের নারায়ণপুর এলাকা দিয়ে সীমান্তা পার হওয়ার সময় তাঁদের আটক করে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন।

আজ বিকেলে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, মানব চোরাচালানকারী সদস্য মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকবাজার এলাকার মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মো. তারিকুল ইসলাম (২২)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ব্রাহ্মণপাড়া সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ২০৫৮/এম থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক