হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার শশীদলের নারায়ণপুর এলাকা দিয়ে সীমান্তা পার হওয়ার সময় তাঁদের আটক করে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন।

আজ বিকেলে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, মানব চোরাচালানকারী সদস্য মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকবাজার এলাকার মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মো. তারিকুল ইসলাম (২২)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ব্রাহ্মণপাড়া সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ২০৫৮/এম থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের