হোম > সারা দেশ > কুমিল্লা

ভোটকেন্দ্রে নগদ টাকা বিতরণ, কুমিল্লায় ১ জনের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোটকেন্দ্রের সামনে নগদ টাকা বিতরণের সময় এক প্রার্থীর সমর্থককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম এই দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এহতেশামুল হক (৫৫)। তিনি হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই বাবলুর সমর্থক বলে স্বীকার করেছেন। এহতেশামুল হক উপজেলার বাটপাড়া এলাকার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। 

সহকারী কমিশনার ফরিদুল ইসলাম জানান, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় এহতেশামুল হককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোটকেন্দ্রে ঘুষ দেওয়ার অভিযোগে তিন দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় ভোট গ্রহণ চলছে। এ দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯১টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। 

এ দুই উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে কাজ করছে প্রশাসন।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের