কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সৃজন দেবনাথ জয় (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বেকিনগর এলাকায় ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক নরসিংদী জেলার ঘোরাশাল পৌরসভার পলাশ বাজার এলাকার রঞ্জিত চন্দ দেবনাথের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, সৃজন দেবনাথ প্রাইভেটকারে কুমিল্লা থেকে নরসিংদী যাচ্ছিলেন। মহাসড়কের বেকিনগর এলাকায় ভোর ৬টার দিকে প্রাইভেটকারটির একটি চাকা পাংচার হয়। তিনি নেমে দেখছিলেন। ভোরে ঘন কুয়াশার কারণে হয়তো দেখতে না পেয়ে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সৃজন মারা যান। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।