হোম > সারা দেশ > কুমিল্লা

লকডাউনে ভোরবেলা চলছে ঈদের কেনাকাটা

প্রতিনিধি

কুমিল্লা: চলমান লকডাউনে কুমিল্লায় ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকছে। তবে অন্যান্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনও।

তবে কুমিল্লার দোকানিরা কৌশলে বেচাকেনা চালিয়ে যাচ্ছেন। নগরীর বড় শপিংমলগুলো বন্ধ থাকলেও নিয়মিত বেচাকেনা চলছে ছোট দোকানগুলোতে।

এসব দোকানে কেনাকাটা চলছে ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত। কারণ এসময়টাতে পুলিশ বা প্রশাসনের কেউ মাঠে থাকে না।

এ নিয়ে নগরীর কান্দিরপাড়ের একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তারা বলেন, সামনে ঈদ, দোকানের খরচ, নিজের ও  কর্মচারীদের পেটের চিন্তা করতে হয়, তাই ফজর নামাজ পড়ে চলে আসি। দোকানে দুই–আড়াই ঘণ্টায় কিছু বেচাকেনা হয়। তাছাড়া এ সময়টাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট থাকে না। আর শহর ফাঁকা থাকায় তেমন একটা জনসমাগমও হয় না। তাছাড়া আমরা সব স্বাস্থ্যবিধি মেনেই কেনাবেচা করি।

নগরীর চকবাজার থেকে রাজগঞ্জ পর্যন্ত, রাজগঞ্জ থেকে কান্দিরপাড় পর্যন্ত, রানীরবাজার রোড, মোঘলটুলি রোডসহ নগরীর প্রায় ছোট মার্কেট ও দোকানে নিয়মিত বেচাকেনা চলছে। প্রতিটি দোকানের এক পাশের শাটার খোলা রেখে কর্মচারী সামনে দাঁড়িয়ে থাকেন। ক্রেতা এলেই ভেতরে নিয়ে শাটার নামিয়ে দেওয়া হয়। এভাবে সকাল ৮টা পর্যন্ত বেচাকেনা হয়।

বিক্রেতারা জানান, এ সময়টাতে পোশাক, প্রসাধনীসহ ঈদের কেনাকাটার জন্যই বেশিরভাগ ক্রেতা আসে। এখন ক্রেতারাও জেনে গেছেন কখন দোকান খোলা থাকে।

অনেকে আবার শহরে অন্য কাজে এসে এই কাণ্ড দেখে অবাক হচ্ছেন। ভোর বেলায় নগরীর কান্দিরপাড়ে একটি কাজে এসেছিলেন সোহাগ চৌধুরী। তিনি বলেন, আসছি অন্য একটা কাজে। এসে দেখি দোকানপাটে বেচাকেনা হচ্ছে, তাই একটু দেখতে আসলাম।

চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার থেকে আসা মোস্তফা নামে এক ক্রেতা জানান, স্ত্রী–সন্তানদের আবদার রাখতে ভোরে সিএনজি অটোরিকশা নিয়ে শহরে চলে আসছি কেনাকাটা করতে, সকালবেলার পরিবেশটাও ঠান্ডা থাকে। পুলিশের কোনো ঝামেলা নেই!

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক