হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সীমান্তে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ নিয়ে যায় বিএসএফ। গতকাল সোমবার সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। 

নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে সেখানে তিনি নিহত হন। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যান। 

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন বলেন, কামাল হোসেন নামের ওই যুবক ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গেছেন। 

এই কর্মকর্তা আরও বলেন, ‘ওই যুবকের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজ বেলা ১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে।’

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত