হোম > সারা দেশ > কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে রাত ৮টার পর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে। সে ক্ষেত্রে রাত ৮টার পর এই ঢাকা-চট্টগ্রাম লাইনে চলাচল স্বাভাবিক হতে পারে। 

আজ রোববার দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান। দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। 

ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হতে পারে সে বিষয়ে সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। ট্রেন উদ্ধার হতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে। আশা করছি, রাত ৮টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’ 

দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে বিকেল ৩টার মহানগর গোধূলি ছেড়ে যায়নি। ছেড়ে যায়নি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনও। এই দুটি ট্রেন ইতিমধ্যে শিডিউল বিপর্যয়ে পড়েছে। এখানে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ইফতার করার বিষয়টি ভাবাচ্ছে যাত্রীদের। কারণ রমজান হওয়ায় ট্রেনে পর্যাপ্ত খাবার নেই। 

এদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকা বলেন, ‘ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সাড়ে চারটায় (চট্টগ্রাম অভিমুখী) সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে গেছে। কিন্তু এটা কুমিল্লার আশপাশে কোথাও গিয়ে একটু দাঁড়াবে। এর পর লাইন ক্লিয়ার হলে যাবে। রেল চলাচল বন্ধ নেই।’ তিনি আরও বলেন, ‘হয়তো চট্টগ্রাম থেকে ট্রেন একটু দেরিতে ছাড়তে পারে।’ 

উল্লেখ্য, বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০