হোম > সারা দেশ > কুমিল্লা

গায়েহলুদ শেষে তরুণীর আত্মহত্যা, খবর পেয়ে বিষ পান করে হাসপাতালে তরুণ

কুমিল্লা প্রতিনিধি

গায়েহলুদের আনুষ্ঠানিকতা শেষে সবাই যখন ঘুমিয়ে, শেষ রাতের দিকে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তরুণী (২৩)। তাঁর আত্মহত্যার খবর শুনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক। তিনি এখন হাসপাতালে ভর্তি। অবস্থা সংকটাপন্ন। 

ঘটনাটি ঘটেছে কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকায়। 

ওই তরুণীর পরিবার সূত্রে জানা যায়, ২০২০ সালে বুড়িচং উপজেলার একটি ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়। আজ শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার গায়েহলুদ অনুষ্ঠান শেষে নিজের ঘরে ঘুমাতে যান। সবাই ঘুমিয়ে পড়লে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। 

ওই তরুণী ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন, তা পরিবারের সদস্যরা বলতে পারেননি। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালে বুড়িচং উপজেলার একটি ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হলেও অনুষ্ঠান হয়নি। মেয়ের ভাই বিদেশ থেকে আসার পর আজ অনুষ্ঠানের দিন ঠিক করা হয়। গতকাল গায়েহলুদের অনুষ্ঠানে লোকজন নিয়ে হঠাৎ উপস্থিত হন মেয়েটির প্রেমিক। এ সময় তিনি বিয়ে না করার জন্য তরুণীর প্রতি আকুতি-মিনতি জানান। এরপর তিনি চলে যান। গায়েহলুদ শেষে শেষ রাতের দিকে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় মেয়েটির বাসা। তাঁদের গ্রামের বাড়ি জেলার সদর উপজেলার কাকিয়ারচর এলাকায়। নগরীর বাগিচাগাঁও এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। 

তরুণীর ভাবী আজকের পত্রিকাকে জানান, মেয়েটির বিয়ে হয়েছে বেশ আগেই। আনুষ্ঠানিকতা বাকি ছিল। আজ বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর আগে মেয়েটি আত্মহত্যা করলেন।

কোতোয়ালি মডেল থানার পুলিশ জানিয়েছে, প্রেমিকার বাড়ি থেকে ফিরে সকালে তাঁর আত্মহত্যার খবর পান সেই তরুণ (২৬)। এরপর তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষপানের আগে ভোর সাড়ে ৫টার দিকে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। গত রাতে রাজি হলে তরুণীকে নিয়ে আসতেন বলে লিখেছেন তিনি। তাঁর বাড়ি জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায়। এই তরুণও প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। মেয়েটির যার সঙ্গে বিয়ের আয়োজন চলছিল, তিনি দেশেই থাকেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘তরুণীর আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের