হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা থেকে ৫০ কেজি গাঁজা এবং ২৪০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী মহাসড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি জানান। 

পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দত্তপাকুটিয়া গ্রামের বাসিন্দা মো. আবু সাঈদ (২৫) এবং সদর দক্ষিণ থানার মথুরাপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আমজাদ রকি (২০)। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী মহাসড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে প্রাইভেট কারে করে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ মো. আবু সাঈদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। অপর অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন মো. ইয়াকুব আমজাদ রকি। 

র‍্যাব গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে জানায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার কোতোয়ালি মডেল ও সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। 

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক