হোম > সারা দেশ > কুমিল্লা

বেলতলিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার আরেক যাত্রীসহ মোট ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহতরা হলেন-সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০), একই ইউনিয়নের সালমানপুরের সানন্দা গ্রামের নুরুল ইসলামে স্ত্রী ঝর্ণা বেগম (৪০) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন। 

জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের তামজিদ সিএনজি পাম্পের সামনে যাত্রীবাহী ইকোনো বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুই যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী মারা গেছেন। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনার পর আরও একজন মারা যান। পরে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়।’ 

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২