হোম > সারা দেশ > কুমিল্লা

বেলতলিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার আরেক যাত্রীসহ মোট ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহতরা হলেন-সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০), একই ইউনিয়নের সালমানপুরের সানন্দা গ্রামের নুরুল ইসলামে স্ত্রী ঝর্ণা বেগম (৪০) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন। 

জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের তামজিদ সিএনজি পাম্পের সামনে যাত্রীবাহী ইকোনো বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুই যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী মারা গেছেন। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনার পর আরও একজন মারা যান। পরে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়।’ 

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক