কুমিল্লার বরুড়ায় দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ মনির হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার চিতড্ডার ভঙ্গুয়া ব্রিজের মুড়িয়ারাগামী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আজ উপজেলার চিতড্ডার ভঙ্গুয়া ব্রিজের মুড়িয়ারাগামী সড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন বরুড়ার ঝলম মোল্লা বাড়ির বাসিন্দা।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মনির বরুড়া ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী ডাকাতি, ছিনতাইসহ মাদক ব্যবসা করত। মনির ডাকাতের নামে ডাকাতি, ছিনতাইসহ বরুড়া থানায় ২১টি মামলা রয়েছে। এ ব্যাপারে বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।