হোম > সারা দেশ > কুমিল্লা

অন্যের কাটা হাত নিয়ে হেঁটে চলা ভাইরাল আনিসসহ গ্রেপ্তার ২ 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে এক হাতে চাপাতি, আরেক হাতে অন্য ব্যক্তির কাটা হাত নিয়ে হেঁটে চলা ভাইরাল হওয়া ভিডিওর সেই আনিস মিয়া ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে জেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

নিহত মহিউদ্দিনের বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া এলাকায়। দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল আনিস মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল রোববার গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের জানায় থানা-পুলিশ। 

গত ৭ সেপ্টেম্বর মহিউদ্দিন হত্যাকাণ্ডের পর থেকে আনিস মিয়া পলাতক ছিলেন। গতকাল শনিবার রাতে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে আনিস ও তাঁর সহযোগী শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস। 

এসআই আব্দুল কুদ্দুস জানান, ৭ সেপ্টেম্বর গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদসংলগ্ন সড়কে মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা ও তাঁর ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে হামলাকারীরা। বিচ্ছিন্ন হাতের ওই অংশ নিয়ে হেঁটে যাওয়া আনিসের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, আনিস এক হাতে চাপাতি, আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ ঘোরাতে ঘোরাতে হেঁটে যাচ্ছেন। 

মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম আনিসকে প্রধান আসামি করে ১০ জনের নামে দাউদকান্দি মডেল থানায় ৮ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। প্রধান আসামি আনিসের (২৬) বাড়ি জেলার চান্দিনা উপজেলার শালিখা গ্রামে। দুই নম্বর আসামি দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের শাকিল মিয়াকে (২৮) গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। মামলার আরেক আসামি গৌরীপুর গ্রামের বাবুকে (২০) হত্যাকাণ্ডের দুই দিন পর গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। 

এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘গতকাল রোববার ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন আনিস মিয়া।’

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত