হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে নারী শ্রমিকের লাশ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ১ 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পলি আক্তার (১৮) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গোলাপ মিয়া নামের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নে ঘটনাটি ঘটে। 

পলি আক্তার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মফিজ আলীর মেয়ে। গ্রেপ্তার গোলাপ মিয়া একই উপজেলার মৌউজ আলীর ছেলে। 

আজ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। পলির বাবা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। 

থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা একতা ব্রিকসে কাজ করার সময় পলি আক্তার ও গোলাপ মিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারপিট হয়। একপর্যায়ে গোলাপ মিয়া পলি আক্তারকে অকথ্য ভাষায় কথা বলেন ও তাঁর ডান হাতের একটি আঙুল কামড়ে জখম করেন। 

থানা সূত্রে আরও জানা গেছে, বাগ্‌বিতণ্ডা ও মারপিটের অপমান সহ্য করতে না পেরে পলি আক্তার কিছুক্ষণ পরে ইটভাটার পাশে ঘরের ভেতর গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকেন। আশ-পাশের অন্য শ্রমিকেরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলিকে মৃত ঘোষণা করেন। 
 
পলি আক্তারের বাবা মফিজ আলী বলেন, ‘গতকাল সন্ধ্যায় ইটভাটায় কাজ করার সময় আমার মেয়েকে গোলাপ মিয়া বিনা কারণে মারধর করে এবং কামড়ে একটি আঙুল জখম করেন। পলি আক্তার এই অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা বলেন, ‘পলি আক্তারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তাঁর ডান হাতের আঙুলে একটি জখমের চিহ্ন রয়েছে।’ 

ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘মারপিট ও গালমন্দের জেরে অপমান সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে পলি আক্তার আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পলির বাবা মফিজ আলী বাদী হয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করলে গোলাপ মিয়াকে গ্রেপ্তার করে।’

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক