হোম > সারা দেশ > কুমিল্লা

চিকিৎসা শেষে ফেরার পথে স্বামীর বাইক থেকে পড়ে নারী নিহত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

সন্তানের সঙ্গে হ্যাপি রানী বণিক। ছবি: সংগৃহীত

কুমিল্লা শহর থেকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত ও তাঁর স্বামী আহত হয়েছেন। বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় সিন্দুরা সেতুতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হ্যাপি রানী বণিক (৪৪)। তিনি ব্রাহ্মণপাড়া সদর এলাকার বাসিন্দা ও সদর বাজারের জুয়েলারি ব্যবসায়ী রঞ্জিত বণিকের স্ত্রী।

প্রাথমিক চিকিৎসা নেওয়া আহত রঞ্জিত জানান, রাতে জেলা শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে সিন্দুরা সেতুতে উঠতেই হ্যাপি হঠাৎ বাইক থেকে সড়কে ছিটকে পড়েন। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। সেই সঙ্গে রঞ্জিত আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হ্যাপিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও করা হয়নি।

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত