হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ২ 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। 

আজ রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা শহীদনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
এ ঘটনায় নিহতেরা হলেন উপজেলার ভবানীপুর গ্রামের বাদশা মিয়া (৬৫) ও উপজেলা কেতুন্দী গ্রামের মো. দুলাল মিয়া ব্যাপারী (৬২)।

আহতরা হলেন রাবেয়া আক্তার (৩৫) তাঁর ছয় বছরের শিশু মাহিন, পারভীন আক্তার (৪০), মোজাম্মেল হোসেন (৪২), বাবু (৩৫), সোহাগ মিয়া (২৩) ও রমজান আলী (১৯)। আহতদের গৌরীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদকান্দিগামী একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর বাসস্ট্যান্ডে রাস্তার পাশে থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা যাত্রী বাদশা মিয়া ও দুলাল ব্যাপারী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। ট্রাকচালক ঘুমের মধ্যে ছিলেন বলে জানা গেছে। 

খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল গাড়ির নিচে চাপা পড়া নিহত দুজন যাত্রীকে উদ্ধার করে। পরে আহত সাতজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত