হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বাড়তি দামে ডিম বিক্রি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ডিমের বাজারে অভিযান চালিয়ে ৯ প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর চকবাজার ও নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অভিযানে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখার অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়াও ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক একে আজাদ, চকবাজার ও নিউমার্কেট বাজার ব্যবসায়ী সমিতির নেতা এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানের আগে এ সকল এলাকায় ৫৫ থেকে ৬০ টাকা হালি বিক্রি হলেও অভিযানের পরে ৪৮ টাকা হালি বিক্রি হতে দেখা যায়। অভিযানে ব্যবসায়ীদের ভাউচার যাচাই করা হয় এবং যৌক্তিক মুনাফায় বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। মাইকিং করে বিক্রেতা ও ক্রেতাদের সচেতনতা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার