হোম > সারা দেশ > কুমিল্লা

সড়কে ছিটকে পড়া সন্তানকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যান পিষে দিল মাকেও 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় তাঁর ৮ মাস বয়সী সন্তান। দ্রুত সন্তানকে তুলে আনতে গেলে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান দুজনকেই পিষে দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা-মেয়ের।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হোমনা সরকারি কলেজ রোডের টিঅ্যান্ডটি অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন ফেরদৌসী (১৮) ও তাঁর ৮ মাস বয়সী মেয়ে সায়দা। ফেরদৌসী হোমনা বাজারের গার্লস স্কুল মার্কেটের মানিক ডিজিটালের মালিক সজল সরকারের স্ত্রী আর সায়দা তাঁদের একমাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শী ও নিহতের গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরদৌসী তাঁর মেয়ে সায়দাকে কোলে নিয়ে উপজেলার ভবানীপুর গ্রামে তাঁর নানাবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে বাবার বাড়িতে আসছিলেন। এ সময় হোমনা সরকারি কলেজ রোডের টিঅ্যান্ডটি অফিসের সামনে এলে অটোরিকশাটি সড়কের পাশে একটি ইটের ওপর ধাক্কা লেগে কাত হয়ে যায়। তখন ফেরদৌসীর কোলের সন্তান সায়দা ছিটকে সড়কে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মেয়েকে সড়ক থেকে তুলে কোলে নিতে গেলে একটি কাভার্ড ভ্যান দুজনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস ছালাম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা-মেয়ের মৃত্যু হয়েছে। মা বুকে এবং মেয়েটি মাথায় আঘাত পেয়েছে।’

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কাভার্ড ভ্যান ও অটোরিকশার চালক তাঁদের নিজ নিজ গাড়ি রেখে পালিয়ে গেছেন। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেননি।’

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক