হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার ৩ উপজেলায় লড়ছেন এমপির ছেলে, ভাই ও ভাতিজা

কুমিল্লা প্রতিনিধি

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার তিন উপজেলায় স্থানীয় তিন সংসদ সদস্যের ছেলে, ভাই ও ভাতিজা নির্বাচন করছেন। তা ছাড়া জেলার চার উপজেলায় আট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর ও দেবীদ্বারে আট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চারজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তিন পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে মাঠে থাকল ৪৪ জন।

মুরাদনগরে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিন প্রার্থী। এর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মুরাদনগরের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. আহসানুল আলম সরকার কিশোর রয়েছেন। দেবীদ্বারে নির্বাচনের মাঠে রয়েছেন তিনজন। এর মধ্যে এ স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ রয়েছেন। বুড়িচংয়ে চেয়ারম্যান পদে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এখানে চারজন জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখানে স্থানীয় সংসদ সদস্য আবু জাহেরের ভাতিজা আবু তৈয়ব অপি চেয়ারম্যান পদে লড়ছেন।

এদিকে উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিটুন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

জেলার চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ চার উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ ২৯ মে।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের