হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে টানা বৃষ্টিতে প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে দেবিদ্বারের কৃষিজমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ২ হাজার ৭৯৩ হেক্টর জমির আগাম রবি শস্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ। 

দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ১ হাজার ২৫ হেক্টর জমিতে আগাম আলু ও ৭৫০ হেক্টর জমিতে নানা রকমের সবজির আবাদ করা হয়েছিল। এর মধ্যে মুলা ৫৬ হেক্টর, লালশাক ৭৫ হেক্টর, ডাঁটা ৫৪ হেক্টর, লাউ ৭০ হেক্টর, ফুলকপি ৯৬ হেক্টর, বাঁধাকপি ৬০ হেক্টর, টমেটো ৮০ হেক্টর, পালং শাক ২৫ হেক্টর, শসা ২৫ হেক্টর, করলা ৩০ হেক্টর, ঢ্যাঁড়স ৩৬ হেক্টর, কাঁচা মরিচ ৬৫ হেক্টর, ধনিয়া পাতা ৮৫ হেক্টর, পেঁয়াজ ২০ হেক্টর, রসুন ১০ হেক্টর, মিষ্টি আলু ১৫ হেক্টরসহ ২ হাজার ৭৯৩ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

উপজেলার মোহনপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টিপাতে ভাসছে কৃষকের আমন ধান ও সবজি খেত। তলিয়ে গেছে বোরো ধানের আগাম বীজতলা, আলু ও মসুরের খেত। এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন উপস্থিত অনেক কৃষক। 

মোহনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাঠে প্রায় দুই একর জমিতে আলু, এক একর জমিতে ফুলকপি ও দুই একর জমিতে মিষ্টি কুমড়াসহ অন্যান্য ফসল আবাদ করেছিলাম। তিন দিনের টানা বর্ষণে সবই এখন পানির নিচে। আমরা ক্ষুদ্র কৃষক, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছি। এখন আমাদের কী হবে? 

রফিকুল ইসলাম নামে আরও এক কৃষক বলেন, এবার শাকসবজির বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে বুক ভরা স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গেছে। এখন শুধু হতাশা করা ছাড়া আর কিছু করার নেই। 
 
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, টানা বৃষ্টিতে চলতি মৌসুমে আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা ক্ষতির পরিমাণ কত তা নিয়ে কাজ করছেন। তবে জমিতে পানি আটকে থাকায় ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় তাহলে সরকার থেকে ভর্তুকির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। 

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন